সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরাতে হবে,আ,ক,ম মোজাম্মেল হক,এমপি 80 0
সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরাতে হবে,আ,ক,ম মোজাম্মেল হক ,এমপি
সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানেরসহ সব কবর সরাতে হবে বলে জারিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শনিবার আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের সংসদ ভবন বিশ্বের অন্যতম সেরা স্থাপত্য। সেখানে পরিকল্পনার বাইরে কোনো স্থাপনা থাকতে পারে না। শুধু জিয়াউর রহমানের নয়, অনেকের কবরই সেখানে রয়েছে। সেগুলো সব অপসারণ করতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারী এবং পরিকল্পনাকারীদের বিচার এখনো হয়নি। তাদেরও খুঁজে বের করে বিচার করতে হবে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, আইডিইবির সভাপতি প্রকৌশলী এ কে এম এ হামিদ, আইডিইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শামসুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. ইদরীস আলী প্রমুখ।